Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উথুরা ইউনিয়ন

উথুরা ইউনিয়ন

  1. ময়মনসিংহ ভালুকা উপজেলা ১নং উথুরা ইউনিয়ন। এই ইউনিয়নে প্রায় ২৯ হাজার জনগণ বসবাস করছে।

ক) নাম –১নং উথুরা।

খ) আয়তন – ৪৩.৩১ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৯২৭৭ জন (প্রায়) (২০১১ আদম শুমারি অনুযায়ী)

ঘ) সংখ্যা সংখ্যা – ১২টি।

ঙ) মৌজার সংখ্যা – ৯টি।

চ) হাট/বাজার সংখ্যা -৬ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষা হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকার প্রাথমিক- ১৬টি,

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-১টি

উচ্চ বিদ্যালয়- ০৩

    কলেজ/উচ্চ শিক্ষাঃ ২টি,

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বশীলতা –জনাব মো: নুরুল ইসলাম

ঞ) গুরুত্বপূরণ স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

ড) নতুন গঠিত বিবরণ -

                                     ১) নির্বাচনের তারিখ- ৩১/০১/২০২২ ইং

                                    ২) শপথ গ্রহণের তারিখ – ২৪/০২/২০২২ইং

                                    ৩) প্রথম সাভার তারিখ – ২৪/০২/২০২২ ইং

                                   ৪) প্রথম উর্ত্তির তারিখ – ২৩/০২/২০২৭ ইং

ঢ) গ্রামের সংখ্যা:

             ১। হাতীবেড়, ২। ধলিকুড়ি, ৩। উথুরা, ৪। জাটিয়া, ৫। বনগাঁও, ৬। চামিয়াদি, ৭।কৈয়াদী,৮।খোলাবাড়ি, ৯.মেনজেনা, ১০.তালুতিয়া, ১১.নারাঙ্গী, ১২.মরচি

ণ) অন্যান্য সদস্যগণ –

               ১) সদস্য – ১৩ জন।

               ২) দফাদার – ১ জন।

              ৩) গ্রাম পুলিশ – ৮ জন।

              ৪। উদ্যোক্তা ০২জন